শিরোনাম
চরভদ্রাসনে ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
বিস্তারিত
অদ্য ১০.০৪.২০২৫
সময়: বিকাল ৪:০০- ৬:০০ ঘটিকা
রোজ: বৃহস্পতিবার
স্থান: এমপি ডাঙ্গী ঘাট, পদ্মা নদী, চরভদ্রাসন
""জাটকা সংরক্ষণ সপ্তাহ - ২০২৫ (৩য় দিন)""
"জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে"
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক জনাব মোল্লা এমদাদুল্ল্যাহ মহোদয়ের দিকনির্দেশনা এবং জেলা মৎস্য কর্মকর্তা, ফরিদপুর কৃষিবিদ প্রশান্ত কুমার সরকার মহোদয়ের নেতৃত্বে জনাব নাঈম হোসেন বিপ্লব, উপজেলা মৎস্য কর্মকর্তা, চরভদ্রাসন, ফরিদপুর কর্তৃক পদ্মা নদীতে এমপি ডাঙ্গী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ৫০টি জাটকা ধরার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয় যা আনুমানিক ৫০ হাজার মিটার। নিষিদ্ধ কারেন্টজাল বিধিমোতাবেক বিনষ্ট করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করার সময় চরভদ্রাসন মৎস্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ঝড়ের কবলে পড়লেও অভিযান থেকে পশ্চাৎপদ না হয়ে নিষিদ্ধ কারেন্ট জাল ধরে ধ্বংশ করে আসে।