শিরোনাম
"জাটকা সংরক্ষণ সপ্তাহ - ২০২৫ এর ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন
বিস্তারিত
অদ্য ০৯.০৪.২০২৫
স্থানঃ চরভদ্রাসন বাজার
""জাটকা সংরক্ষণ সপ্তাহ - ২০২৫ (২য় দিন)"""
"জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে"
চরভদ্রাসন বাজারে লিফলেট বিতরণ এবং জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে ভিডিও ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে জাটকা সম্পদ রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। এর পাশাপাশি এসকল জেলে ও ব্যবসায়ীদের জাটকা ধরা, ক্রয়-বিক্রয় ও পরিবহনে ১ বছর থেকে ২ বছরের জেলসহ ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, সে আইন সম্পর্কেও অবগত ও সচেতন করা হয়।