শিরোনাম
জাটকা সংরক্ষণ সপ্তাহ - ২০২৫ এর লোক সংগীত অনুষ্ঠান
বিস্তারিত
অদ্য ১৩.০৪.২০২৫
সময়: বিকাল ৪:৩০:০০- ৬:০০ঘটিকা
রোজ: রবিবার
স্থান: হাজীগঞ্জ বাজার, চরভদ্রাসন
""জাটকা সংরক্ষণ সপ্তাহ - ২০২৫ (৬ষ্ঠ দিন)""
"জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে"
জেলে পল্লীতে জেলেদের সাথে লোক সংগীত অনুষ্ঠানের মাধ্যমে জেলেদের মধ্যে ইলিশ সংরক্ষণ বিষয়ক সচেতনতা সৃষ্টি করা হয়। উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব প্রশান্ত কুমার সরকার, জেলা মৎস্য কর্মকর্তা, ফরিদপুর মহোদয়; উপজেলা মৎস্য কর্মকর্তা, চরভদ্রাসন, ফরিদপুর এবং চেয়ারম্যান গাজিরটেক ইউনিয়ন ও মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ।